Friday, December 12, 2008

শব্দছক

বিনামূল্যে সর্বান্তিক‎ বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤


https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip


=================
শব্দছক __মজাদার খেলা। নির্দেশ অনুযায়ী শব্দ বসাতে হবে আর মজার শব্দের খেলায় মেতে যান--
(প্রয়োজনীয় ক্ষেত্রে বন্ধনীর মধ্যে হরফ/ঘর সংখ্যা দেওয়া হয়েছে)

------------------------------------------
৤১৤ ৤* ৤২ ৤৩ ৤ ৤* ৤৪ ৤ ৤৫ ৤
------------------------------------------
৤ ৤*৤৬ ৤৭ ৤ ৤*৤*৤ ৤*৤ ৤
------------------------------------------
৤*৤*৤৮ ৤ ৤ ৤৯ ৤ ৤ ৤১০ ৤ ৤
------------------------------------------
৤*৤১১ ৤ ৤*৤* ৤১২ ৤১৩ ৤*৤ ৤*৤
------------------------------------------
৤১৪ ৤* ৤১৫ ৤ ৤*৤ ৤১৬ ৤১৭ ৤১৮ ৤ ৤
------------------------------------------
৤১৯ ৤২০ ৤ ৤* ৤২১ ৤ ৤ ৤ ৤* ৤*৤
------------------------------------------
৤ ৤ ৤* ৤২২ ৤ ৤ ৤*৤২৩ ৤২৪ ৤*৤
------------------------------------------
৤*৤ ৤২৫ ৤ ৤* ৤ ৤*৤* ৤২৬ ৤২৭ ৤
------------------------------------------
৤*৤২৮ ৤২৯ ৤ ৤৩০ ৤ ৤ ৤৩১ ৤ ৤ ৤
------------------------------------------
৤*৤৩২ ৤ ৤*৤ ৤৩৩ ৤ ৤ ৤*৤*৤
------------------------------------------

(আগে নিজে করে, পরে সমাধান দেখুন)

[বন্ধনীতে দেখানো হল ক‘টা ঘর হতে পারে]
শব্দ লেখা __ পাশাপাশি, উপর-নিচ,
(অতিরিক্ত অর্থবোধক শব্দ খোঁজা__ দু-দিকেই শব্দ পাওয়া যাবে)৤
দু-দিক=১, ২, ৪, ৫, ৯, ১০, ১২, ১৬, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১(আঠারোটি)৤

পাশাপাশি--
১।গ্রীষ্মকালীন রসালো সুস্বাদু ফল
২।মশা আটকাবার ব্যবস্থা
৪।কাগজে ছাপা হয় রোজ, টিভি রেডিয়োতে শুনি
৭।মহিলাদের পরিধেয় পোষাক
৮।রামকৃষ্ণের শিষ্য বিখ্যাত মণীষী(৫)
১০।যেখানে অনেক গাছ থাকে
১১।নৌকা বাওয়ার ব্যবস্থা
১২।নিত্য ব্যহার্য তরল
১৫।কাঁটাগাছে হয়, শীতকালীন ছোট ফল
১৬।লম্বা গলা মাছ খেকো পাখি
১৮।হাতে পায়ে থাকে, নিয়মিত কাটতে হয়
১৯।এখানে অনেক পাকা বাড়ি, গাড়ি, লোকজন থাকে
২১।এর অপর নাম জীবন(২)
২২।মাঠে চাষ করা ফসলের অবশেষ(২)
২৩।আনন্দ
২৫।এছাড়া
২৬।ঘনিষ্ঠ আত্মীয়-- মায়ের দিক থেকে
২৭।শিশুর সবচেয়ে প্রিয়জন
২৮।খাওয়ার কাজে লাগে--ধাতুর তৈরি(৩)
৩০।পরিচয়(৩)
৩১।চুরি ঠেকাবার ব্যবস্থা(২)
৩২।তীব্র
৩৩।জোরালো আলো পাবার হাতে বওয়া ব্যবস্থা


উপর-নিচ--
১।মাটির তলায় হওয়া মশলা
২।জ্বালাতনকারী ক্ষুদ্র কীট(২)
৩।সুতোয় তৈরি দীর্ঘ পোষাক(২)
৪।ব্যয়
৫।রান্না
৬।দেশ খ্যাত কবি
৯।বিপ্লবী কবি
১০।নিয়ে যাওয়া
১৩।রান্নার উপকরণ
১৪।খুশি ভাব
১৭।লেখার হাতিয়ার
২০।প্রয়োজন(৩)
২১।চেতনাহীন পদার্থ
২২।ব্যয়
২৪।পুরুষের পরিধেয়(২)
২৫।টক ফল
২৬।গলায় পরার ফুলসাজ
২৭।শীতের মাস
২৮।মৌমাছি বানায়
২৯।শব
৩০।পিতা
৩১।ফল, গানের অঙ্গ


-----------------------------------------------
৤১আ ৤ম ৤* ৤২ম ৤৩শা ৤রি ৤* ৤৪খ ৤ব ৤৫র ৤
-----------------------------------------------
৤দা ৤*৤৬র ৤৭শা ৤ড়ি ৤*৤*৤র ৤*৤ন্ধ ৤
------------------------------------------
৤*৤*৤৮বি ৤বে ৤কা ৤৯ন ৤ন্দ ৤চ ৤১০ব ৤ন ৤
------------------------------------------
৤*৤১১বৈ ৤ঠা ৤*৤*৤১২জ ৤১৩ল ৤*৤হ ৤*৤
------------------------------------------
৤১৪আ ৤*৤১৫কু ৤ল ৤*৤রু ৤১৬ব ৤১৭ক ৤১৮ন ৤খ ৤
------------------------------------------
৤১৯ন ৤২০গ ৤র ৤*৤২১জ ৤ল ৤ণ ৤ল ৤*৤*৤
------------------------------------------
৤ন্দ ৤র ৤*৤২২খ ৤ড় ৤ই ৤*৤২৩ম ৤২৪জা ৤*৤
------------------------------------------
৤*৤জ ৤২৫আ ৤র ৤*৤স ৤* ৤*৤২৬মা ৤২৭মা ৤
------------------------------------------
৤*৤২৮চা ৤২৯ম ৤চ ৤৩০আ ৤লা ৤প ৤৩১তা ৤লা ৤ঘ ৤
------------------------------------------
৤*৤৩২ক ৤ড়া ৤*৤ব্বা ৤৩৩ম ৤শা ৤ল ৤*৤*৤
------------------------------------------







দু-দিক=১, ২, ৪, ৫, ৯, ১০, ১২, ১৬, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১(আঠারোটি)৤

সমাধানঃ--
পাশাপাশিঃ--১।আম, ২।মশারি, ৪।খবর, ৭।শাড়ি, ৮।বিবেকানন্দ(৫), ১০।বন, ১১।বৈঠা, ১২।জল, ১৫।কুল, ১৬।বক(২), ১৮।নখ, ১৯। নগর, ২১।জল(২), ২২।খড়(২), ২৩।মজা, ২৫।আর, ২৬।মামা, ২৭।মা, ২৮।চামচ(৩), ৩০।আলাপ(৩), ৩১।তালা(২), ৩২।কড়া, ৩৩।মশাল।
¨l'hp;h-4৮(আটচল্লিশ)

উপর-নিচঃ--১।আদা, ২।মশা(২), ৩।শাড়ি(২), ৪।খরচ, ৫।রন্ধন, ৬।রবিঠাকুর, ৯।নজরুলইসলাম, ১০।বহন ১৩।লবণ, ১৪।আনন্দ, ১৭।কলম, ২০।গরজ(৩), ২১।জড়, ২২।খরচ, ২৪।জামা(২), ২৫।আমড়া(৩), ২৬।মালা, ২৭।মাঘ, ২৮।চাক, ২৯।মড়া, ৩০।আব্বা, ৩১।তাল।

==========০০০০০০০০০===========

No comments: