Tuesday, November 4, 2008

ধরো হাল, তোলো পাল


সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে ‎নিতে হবে৤ ‎

বিনামূল্যে সর্বান্তিক‎ বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤
 

সর্বান্তিক  ‘অহনলিপি-বাংলা১৪’  ফন্ট ডাউনলোড: 


https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip


==============================
ধরো হাল, তোলো পাল

          এই উদাত্ত ডাক বাঙালি একেবারে মনে প্রাণে মেনে নিয়েছে৤ তারা প্রাণপণ হাল ধরে থাকতে চাইছে, আর সে জন্য সে সর্ব প্রযত্ন করছে৤ তবে সে হাল কিন্তু নৌকোর হাল নয়৤ সে হাল হল লাঙল৤ কৃষি করেই সে পুরুষানুক্রমে চলবে এ তার পণ৤ তাই কোনও রকম শিল্পটিল্প সে করতে চাইছে না, শিল্প সইতে পারছে না৤ তাই সকল রকম উদ্যোগ নিয়ে তারা শিল্প তাড়াচ্ছে৤ তাড়িয়ে ছাড়ছে৤
         এতো শিল্পের ব্যাপার গেল৤ বাণিজ্য ব্যাপারটিও সে মন থেকে সকল প্রয়াসে দূর করে দিয়েছে৤ ব্যবসায়ে চর্বির বড় ক্ষতি হয়, এটা সে জানে৤ শুধু জানে না, খুব ভালো রকম জানে৤ তাই গতর নাড়ানোতে সে কিছুতেই রাজি নয়৤ ওসব ব্যবসার ঝুঁকি কেন নেওয়া ভাই৤ আইসো পরের গদিতে বইসো, মাস গেলে বাঁধা মাইনে পাও, কোনও চিন্তা নাই৤ আরে ভাই এমন সুখ কি আছে আর কিছুতে৤ নেই, নেই৤ হলফ করে বলছি নেই৤ তাই বাঙালিরা ভাই ভাই, পরের গদিতে কাজে যাই৤ দিনের শেষে মুক্তি৤ বাড়ি যাও, চা খাও, গপ্পোসপ্পো করো৤ বউ রাঁধুক৤ ডাল চচ্চরি কুমড়ো ছেঁচকি আলুর ঘন্ট আলুর দম৤ সাবড়ে দিয়ে বিড়িতে মারো দম৤ গা এলিয়ে দাও, ব্যবসার ঝুঁকি নেই, চিন্তা নেই, ফুরফুরে জীবন কাটাও৤ একদম তোফা থাকো৤ ব্যবসায়ে নেমে চর্বি ক্ষইয়ে, দুশ্চিন্তায় মাথার চুল ছিঁড়ে কাজ কি বলো? পাবে তো গোটা কয় বেশি টাকা৤
         বাপু হে, ট্যাকা বেশি থাকলে যে চোর ডাকাতের উপদ্রব সেটা সামলানো চাড্ডিখানি কথা নয়৤ তাই এসব ঝঞ্ঝাটে যাওয়া কোনও বুদ্ধিমানের কাজ নয়৤ খাওদাও, মাসের শেষে মাইনে পাও, আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও৤ বাঙালিকে বুদ্ধিমান কি আর এমনি বলেছে রে ভাই, তার মাথায় ঘিলু আছে, তাই তার সুনাম চারিদিকে৤ স্রেফ বুদ্ধির জোরে তাই গায়ে হাওয়া লাগিয়ে ফুর ফুর করে সে মহানন্দে ঘুরে বেড়ায়৤ চর্বির এক বিন্দু ক্ষয় নেই, একবিন্দু দুশ্চিন্তা অবধি নেই৤ আর কি চাই বাপু? গাদা গাদা টাকা হলেও কি মানুষ সুখী হয়, সংস্কৃতি সাহিত্য চর্চাই হল আসল জীবন, আর সেটা বাঙালিরা পুরো মাত্রায় উশুল করে নিচ্ছে৤ দুশ্চিন্তাহীন থেকে নাদুস নুদুস নধর হয়েই সে জীবন আনন্দে কাটিয়ে দিচ্ছে৤
         একবার জয়ধ্বনি করো বাঙালির৤ বাঙালির জয় হোক!


No comments: