সর্বান্তিক বাংলা ইউনিকোড ফন্ট ‘অহনলিপি-বাংলা১৪’ ডাউনলোড করুন নীচের লিংকে
ক্লিক করে:--
কণিকা-১
যে কবিতা লেখা হয়নি তার গদ্যভাষ্য
[গদ্য কবিতা]
২০১২
-------------------
কণিকা -১
১ থেকে ১০০
-------------------
১
০৪/০২/২০১২ শনিবার
চারিদিকে আবছা অন্ধকার সন্ধে হয়ে এসেছে
কাকেরা ফিরে যাচ্ছে তাদের কুলায় সাঁঝের আজান শোনা যাচ্ছে এখনি গাঁয়ের বধূর মুখে
শোনা যাবে দিনশেষের শঙ্খসংকেত আমার জন্য তা কোন্ ঐশী সংকেত বয়ে আনবে?
-------------------
-------------------
২
০৪/০২/২০১২ শনিবার
শিরীষ গাছের তলায় যেখানে সুন্দর তার ফুলের স্তবকগুলি ঝরে পড়েছে, সেখানে রোদ এসে ঝলমল করছে মনে হয় যেন প্রিয়ার পায়ের ছাপ বহন করছে ফুলগুলি তার বক্ষে আমার বুকে কেবল দুরু দুরু
-------------------০৪/০২/২০১২ শনিবার
শিরীষ গাছের তলায় যেখানে সুন্দর তার ফুলের স্তবকগুলি ঝরে পড়েছে, সেখানে রোদ এসে ঝলমল করছে মনে হয় যেন প্রিয়ার পায়ের ছাপ বহন করছে ফুলগুলি তার বক্ষে আমার বুকে কেবল দুরু দুরু
৩
ঝাঁ-ঝাঁ রোদে চিলেরা আকাশে উড়ে বেড়াচ্ছে
তাদের তীক্ষ্ণ দৃষ্টি নীচের মাটির দিকে নিখুঁতভাবে প্রতিটি বিন্দুতে চোখ রাখছে
ওরা উড়তে উড়তে কি আমার মানসীকে দেখতে পাচ্ছে?
-------------------
৪
গাছটা অনেক সাধ করে তার বহুকাঙ্ক্ষিত ফুলগুলো ফুটিয়েছিল পথের পাশে একটা গরু এসে ঘুরে গেল, ফুলগুলো তার নজরে পড়েনি একটা ছাগল এসে বহু চেষ্টা করেও ফুলগুলির নাগাল পেল না এক কিশোরী পথ দিয়ে যেতে যেতে ফুলগুলি দেখতে পেয়ে ছিঁড়ে তার খোঁপায় নিল পরে
-------------------
৫
লবঙ্গলতিকার লতাগুলির ঘনবদ্ধ তীব্র
সবুজ ঝিরিঝিরি পাতাগুলি ছোট ছোট বিদগ্ধ লাল ফুলে সেজেছে কেমন তাকে যেন আপন মনে
হয় প্রিয়ার মতোই সে গভীর নিবিড়
-------------------
৬
০৫/০২/২০১২ রবিবার
-------------------
৭
শুয়ে শুয়ে জাবর কাটি সেই সব পুরানো
দিনের কথা, হাসি কান্না দুঃখ বেদনা আনন্দে যখন ভরপুর ছিল চারিদিক আজও এই বিষণ্ণ
বিকেলে ভাবি সেই ছলনাময়ীর কথা সে কি কখনও সে দিনের কথা ভেবে চমকিত হয় আর?
-------------------
৮
দেহের
কষ্ট যেমন কষ্ট, মনের কষ্টও বড় বেদনাময় দেহের কষ্ট ওষুধেবিষুদে সারে একসময়, মনের
কষ্ট যে হৃদয়ের অন্তঃস্থলে ধিকিধিকি রয়ে যায়, তাকে সারাবে যে স্মিত হাসি, তা
কোথায়?
-------------------
৯
০৫/০২/২০১২
রবিবার
এমনি
ছিলাম আমি, এমন তণ্বী? এত ফেটে পড়া রং, এমন জৌলুস? এটা কি আমার পূর্ব জন্মের ছবি?
দাগ ধরা মোটাসোটা মেটে এই বুড়ি, চোখে ছানিপড়া, দাঁতনড়া থুত্থুরি? আগের জন্মে আবার
আমি কেমন করে যাব ফিরে?
-------------------
১০
বলেছিলেম
বইয়ের পাতায় দাগ দিও না এটা রীতি নয় শিষ্টভাবে নিজের খাতায় নোট নিয়ে ফেরৎ দিও
বইগুলিরে বইগুলি ফেরৎ পেলাম-- ভিতরে অজস্র দাগ, কেবল তার নামের নামাবলী সেখানে
কথাটা লিখছে এই-- ”এই দাগ তোমার মনে পড়ুক“
-------------------
১১
০৫/০২/২০১২
রবিবার
সেদিন
আলোর উৎসব ছিল চারিদিক ঝলমল আলোয় আলো দেখলাম তাকেও, হাসিতে তার বিদ্যুতের ঝিলিক
ছিল এই যে এত আলো চারিদিকে এসব তারই কারসাজি, ঝিকমিক ঝলমল করছে-- হাসিতে
উচ্ছ্বাসে চারিদিকে
-------------------
১২
০৫/০২/২০১২
রবিবার
”তোমরা
দ্যাখছোনি মোর গোঁসাইরে কেউ খেজুর গাছ তলায়“ ছিলাম আমি খেজুর গাছ তলাতে গাছের
উপর চড়ে বসে সে, খালি হাতে রক্তঝরা কাঁটার খোঁচা খেয়ে খেজুর পাড়ে যতই বলি হয়েছে
থাক, চাই না আর ততোই সে খেজুর পাড়ে, বুঝি গাছটাকে সে পেড়েই দেবে মোরে ”টেপি টেপি“
ডাক শুনে মা’র, ছুট্টে পালাই আপন ঘরে
-------------------
১৩
০৫/০২/২০১২
রবিবার
”মাছের
মধ্যে পোমা, আর মানুষের মধ্যে যার মাথায় নেই রোমা“ ওমা, এমন কথা শুনে লাজে দুঃখে
ছিঁড়তে গেলাম চুল গালি খেয়ে হয়নি যাহা, এতক্ষণে ভাঙল আমার ভুল!
-------------------
১৪
শুষ্ক
রুদ্র রোদে মরুবালার চেহারায় সাপের চাকচিক্য-- তেলতেলে বড় সরল নির্বোধ, অমলিন তার
খোলা হাসি ছোবলে তার তীক্ষ্ণ বিষ, মরু সাপের মতো শ্যামল সবুজে ঢাকা তৃণভূমির
ছোবলেও সেই
একই বিষ মাখা
একই বিষ মাখা
-------------------
১৫
প্রহরে
প্রহরে মসজিদে ঈশ্বরের বন্দনা গান, আজানের ধ্বনি সায়ংকালে গৃহে গৃহে শঙ্খধ্বনি
বার বার পরমেশ্বরের কথা মনে পড়ায় হা ঈশ্বর, আমার মন পড়ে রয় কোথায়?
-------------------
১৬
০৫/০২/২০১২
রবিবার
পাগলকে
বলা হয়েছিল মন্দিরের দেবীর দিকে পা দিয়ে শোবে না পাগল অবাক-- দেবী কি কেবল ওদিকেই
থাকে? আমিও পাগল, কোন্ দিকে যে দেবী তা খুঁজে পাইনে
-------------------
১৭
০৫/০২/২০১২
রবিবার
সাপের
ছোবলে মানুষের মৃত্যু হয় তার মুখে বিষের থলি ছোবল দিয়ে সে
বিষদাঁত
ফুটিয়ে বিষ ঢেলে দেয় সাপকে চেনা যায় সহজে তোমাকে চেনা কঠিন, তোমারও কি বিষ-দাঁত
আছে মুখে? নাকি তা আছে অন্তরে তোমার? কথার বিষে নীল হয়ে মানুষের মৃত্যু হয়? হে
সর্প তুমি কি পুরুষ, অথবা নারী?
-------------------
১৮
০৫/০২/২০১২
রবিবার
যৌথ
আত্মাহুতির মৃতদেহ পাওয়া গেল সবাই শোকে নীরব হায়, করুণ পরিণতি বাবা-মা এলো, এলো
পরিচিত জন সকলে দেখা গেল ভুল হয়েছে জোর, জোড়ে মৃত্যুর কারণ ছিল না কেউ কাউকে
চেনে না!
-------------------
১৯
০৫/০২/২০১২
রবিবার
অনেকদিন
ধরে কলিং বেলটা ঠিক মতো বাজছিল না তাই ব্যাটারি পালটে দেওয়া হল ব্যাটারিতে জং
ধরে গিয়েছিল বয়স হয়েছে তো তার, ক্ষমতা ফুরিয়েছে, এবার তাকে যেতে হল
-------------------
২০
০৫/০২/২০১২
রবিবার
লেখক
কবি সাহিত্যিকদের কাজ থেকে অবসর নিতে হয় না আর অবসর নিতে হয় না রাজনীতিকদের
চাকুরি থেকে অবসর নিয়ে তারা নবযৌবন পায় রাজনীতিতে-- তখন যে তাদের রাজনৈতিক যৌবনের
শুরু!
-------------------
২১
০৫/০২/২০১২
রবিবার
প্রতারণা
কেউ ইচ্ছায় করে, কেউবা করে অনিচ্ছায় তা কখনও সচেতনভাবে, কখনও অসচেতনভাবে এই যেমন
আমি প্রেয়সীকে ভালোবাসার ফুল দিতে গিয়ে দেখি সে অন্য জনের সঙ্গে প্রেম-নিমগ্ন
দুঃখ পেলাম খুব জানতাম না বিকেলে সে যখন এসেছিল আমার কাছে, তখন আমি অন্যত্র মগ্ন
-------------------
২২
০৫/০২/২০১২
রবিবার
ফুলের
উপরে ভ্রমর উড়ছে, কখনও ফুলে বসছে ফুলের লম্বা ডাঁটি নড়ছে, যেন বলছে-- না, না
তোমাকে চাই না ভ্রমর উড়ে যাচ্ছে অন্য ফুলে সেখানেও সেই একই ব্যাপার-- ভ্রমর ফিরে
গেল উড়ে তার তো আর মধুর দরকার নেই, যথেষ্টই হয়েছে, ভরে গেছে পেট
-------------------
২৩
০৫/০২/২০১২
রবিবার
যখন
বোঝা গেল ভুল হয়েছে, তখন নাকে কানে খৎ দেওয়া আর চোখের জলে বুক ভেজানোতে চলেযাওয়া
সেই সময়ে ফেরা গেল না সময়কে কেউ ধরে রাখতে পারে না-- তাই ফল হাতে করে এখন ঘুরে
বেড়াতে হয় সময় ফলেছে
-------------------
২৪
০৫/০২/২০১২
রবিবার
টিভিতে
খবর জানব বলে খুব বাসনা ছিল একটা চ্যানেলের দিনান্তিক একটু খবরে মন ভরছিল না
ক্রমে অনেক চ্যানেল হল খবরের এখন খবর শুনি-- কার নর্দমা সাফ হয়নি, কোন্ ভাগাড়ে
ইঁদুর মরে পড়ে ছিল, কোন্ কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকছিল হামলে পড়ে সেসব খবর শুনি
-------------------
২৫
০৫/০২/২০১২
রবিবার
বাঙালির
মিটিং শুরু হয়, শেষ হতে চায় না টিভিতে সিরিয়ালগুলোও সই-এর বউয়ের বোনপো বউয়ের
বোন-ঝি জামাইয়ের কাহিনিও বড় আয়েস করে
তারা শুনিয়ে থাকে খেপে গিয়ে না-করলে তাড়া
সিরিয়াল হয় না সারা
বোন-ঝি জামাইয়ের কাহিনিও বড় আয়েস করে
তারা শুনিয়ে থাকে খেপে গিয়ে না-করলে তাড়া
সিরিয়াল হয় না সারা
-------------------
২৬
০৫/০২/২০১২
রবিবার
খবরের
কাগজের বড় শখ তারা পাঠকদের সংবাদ পড়াবে তারা অভিনিবেশ সহকারে সে চেষ্টা করে গাছ
কেটে কাগজ হয় তাই কাগজ বেশি মানে গাছ কমে যাওয়া খবরের কাগজগুলো খুব যত্নে বেশি
বেশি কাগজে বেশি বেশি বিজ্ঞাপন ছেপে পাঠকদের পণ্যের খবর পড়ায়, ওদিকে গাছ শেষ হয়ে
এলো প্রায়
২৭
০৫/০২/২০১২
রবিবার
যখন
অনেক বিজ্ঞাপন দেখার বাসনা হবে তখন টিভি খুলে বসতে হবে বিজ্ঞাপন নিশ্চিত দেখা
যাবে অবশ্য মাঝে মাঝে সিরিয়ালের টুকটাক দৃশ্য দেখিয়ে খানিকটা বিঘ্ন ঘটানো হয়,
সেটা একটু সইতে হবে এক নাগাড়ে বিজ্ঞাপন দেখালে একঘেয়ে হবে যে চাঙ্গা রাখার জন্য যে
তাই দেওয়া সিরিয়ালের ঠেকনো
-------------------
২৮
০৫/০২/২০১২
রবিবার
সাম্রাজ্যবাদের
বিরুদ্ধে লড়াই কি নিজেদেরই সাম্রাজ্যবাদী করে তোলে? ইংরেজ সাম্রাজ্যবাদী অবশ্যই,
বোধ হয় তার ভাষাও তাই সাম্রাজ্যবাদের সহচর যখন একথা গোচর হল তখন দেখা গেল তার
জুতোয় পা গলিয়ে তার আসনেই যে অবস্থান ঘোগ এখন বাঘ হয়েছে
-------------------
২৯
রমণীরা কি কেবলই খেলে, মরালীর মতো
ভেসে ভেসে চলে অনায়াসে জলে? কোথাও তার নেই কি ঠিকানা, সে কেবলই কি দিশাহীনা? জানি
না, জানি না কোথাও তার হৃদয় বাঁধা পড়ে কিনা? যতখানি যেখানে জল ততোই তার ভেসে চলা
অবিরল?
১৩/০২/২০১২
-------------------
৩০
১২/০২/২০১২
রবিবার
পুরুষেরা বড়
নির্দয়-হৃদয় প্রেয়সী তাদের কেহ নাহি হয় যখন দেখে আরও রূপবতী অধিক কেহ সম্মুখে,
তখনি সে তাহারি হয় রূপবতীতর দেখিলে কাহারে পুরানো বাসা ছেড়ে যেতে তার একটুও কাঁপে
না হৃদয়
১৩/০২/২০১২
-------------------
৩১
১৩/০২/২০১২
সোমবার
রিটায়ার করলে তারও
দাম থাকে-- তবে কানাকড়ির বেশি নয় তাই, ছাই ফেলতে ভাঙা কুলো বৃদ্ধেরা পার্কে
গুলতানি ক’রে সময় কাটায় বৃদ্ধারা ভয়ে আনাজ কাটে, তারা ”অবসর“ পায়না কখনো-- অথবা
অবসর নেয়না জীবন থেকে
-------------------
৩২
১৩/০২/২০১২
সোমবার
আকথা কুকথা বলার,
কাউকে গালি দেবার একটা অলিখিত ক্ষমতা থাকে কবিদের আমি কবি নই বলে সেটা পারিনে
কেবল চেয়ে দেখি বোকার আস্ফালন, ক্ষমতাবানদের নিরতিশয় ক্ষমতার অপব্যবহার কবিদের
মতো নিজের খাতায় তা নিয়ে লেখার যোগ্যতা নেই যে হায়
-------------------
৩৩
২৬/০২/২০১২
রবিবার
দুপুরের দীপ্ত আলো
আর স্বচ্ছ আকাশ মুগ্ধ করেছে আলস্য জেগেছে মনে, এখনও তো কত রোদ আর দিনের আলো
বিকেল হলে আলো কমে গেলে কাজের একটু তাড়া বাড়ল শেষে যখন সন্ধে হল, চারিদিকে
অন্ধকার নেমে এল, তখন টনক নড়ল জোর, হায় হায় কাজ যে এখনও অনেক বাকি-- শেষে ঘনিয়ে এল
ঘোর আঁধার ক্রমে...
-------------------
৩৪
২৬/০২/২০১২
রবিবার
গল্প লেখকেরা,
নাট্যকারেরা কত যে সমস্যা তৈরি ক’রে ক’রে তার সমাধান খোঁজে, কবিরাও কম যায় না
কিছু আমরা পড়ে, শুনে, এবং দেখে উত্তেজিত হই-- শান্তও হই শেষে সেটাই ওদের
পুরস্কার
-------------------
৩৫
২৬/০২/২০১২
রবিবার
নরের কবিতার খাতায়
নারী-বিদ্বেষ তীক্ষ্ণ, অথবা কেবলই তা মুগ্ধ আত্মসমর্পণ? কীজানি পাইনি যে নারী-মন
জন্মেই ভাগ হয়ে গেছে নারী-পুরুষ সেই সে সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতে কখন
-------------------
৩৬
২৬/০২/২০১২
রবিবার
ঈশ্বর? ঈশ্বর আবার
কী? দাপটে পাড়া কাঁপে মধ্য বয়সে নুয়ে যায় মন-- ঈশ্বর হয়তোবা আছে আর শেষে যখন
নড়তে কষ্ট হয়, ঘুম হয় না রাতে, পঙ্গু প্রায় বাতে, তখন শুধু ঈশ্বরই থাকে সাথে
-------------------
৩৭
২৬/০২/২০১২
রবিবার
জীবনের দুপুর বেলা
জাল ফেলে কত মাছ ধরলাম কৌতুকে আনন্দ আর ধরে না এত মাছ কী তার ঝকঝকে চেহারা যখন
বিকেল, জাল ফেললাম একদিন, মাছ ধরা বেশ কঠিন মনে হল জাল ছিঁড়ে বেরিয়ে গেল অনেকে--
বয়স তো হয়েছে বেশ, জালে আর পড়বে কেন? মাছেরা তো জীবন চেনে
-------------------
৩৮
২৬/০২/২০১২
রবিবার
মনসুখে কবিতা লিখি,
কেউ তা পড়বে না জানি তবু তো সেই নির্বোধ কথাগুলো মোর সনে নিভৃতে করবে কানাকানি তাতেই
তো মনে মনে পরম সুখ পাই আপনি
-------------------
৩৯
২৬/০২/২০১২
রবিবার
কবিতা লেখার কোনও
টার্গেট সংখ্যা নেই যখন মনের ভিতরে তা ভুস ভুস করে ওঠে, লেখনীতে তা রূপ পায়,
কিংবা ঠিক মতো পায় না মোটে
-------------------
৪০
০১/০৩/২০১২
বৃহস্পতিবার, রাত
ছোট সন্তানটি
বেঘোরে মারা গেলে মা শোকে উতলা হয়ে পড়লেন প্রতিবেশীরা সান্ত্বনা দিল-- বড় ছেলেটি
তো আছে সে কৃতি ছেলে দুঃখ কি তোমার ছোট তো তেমন কিছুই নয়, তার জন্য কত কথা
শুনতে হত লোকের কাছে তোমায় দুঃখ কোরো না মা ভাবে তাই তো, যে কৃতি নয়, তার লোকসান
তো কম লোকসান, তার জন্য বুঝি কম চোখের জল বরাদ্দ
-------------------
৪১
০১/০৩/২০১২
বৃহস্পতিবার, রাত
সিনেমা দেখিয়ে আয়
করে গ্রন্থাগার তৈরি হবে সেখানে উদ্দাম ক্লিন্নতার স্রোত বইয়ে আয় বাড়ানো হল
পড়শির খেদ-- এই অশীল সিনেমার আয়ে গড়া হবে গ্রন্থাগার? পবিত্র পাঠকক্ষ? জবাব এলো--
আমাদের তাতে কী, আমাদের আয় করা নিয়ে কথা পড়শি চুপ
-------------------
৪২
০১/০৩/২০১২
বৃহস্পতিবার, রাত
টিভিতে গুরু, কচি
গুরুরা বাংলার জন্য কেঁদে হন্যে পিছনে বাংলাকে ধসিয়ে দিতে কড়ি গোনে ধান দুব্বো
নিয়ে বসা দর্শকেরা অঞ্জলিপুটে প্রণাম জানায় একি আর যে-সে গুরু রে, এ যে জীবন তরু
-------------------
৪৩
০৫/০৩/২০১২
সোমবার, রাত
একজন কাগজে
লিখেছেন, মুসলমানেরা আরবি নাম নেয় কেন? সংগত প্রশ্ন এমনি একটি সংগত প্রশ্ন হল--
হিন্দুরা তাদের ধর্মীয় ভাষা সংস্কৃতে নাম নেয় কেন? বাংলা নাম তো কেউই নেয় না, অথচ
ধর্ম কোন জাতি নয়, ভাষাই চিহ্নিত করে জাতি পরিচয়
-------------------
৪৪
০৬/০৩/২০১২
মঙ্গলবার, বিকেল
জীব তার আগমন
নির্গমন নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তার জন্ম হয়, তার মৃত্যু হয় কোনও বিশেষ
উদ্দেশ্যে তার জন্ম নয়-- জন্মটা একটা ঘটনা মাত্র
-------------------
৪৫
০৬/০৩/২০১২
মঙ্গলবার, বিকেল
যে-জীব মূর্খের মতো
জীবন যাপন করে সে জীবনের নানা স্তরে মানসিক বা শারীরিকভাবে লাঞ্ছিত হয় অন্যে তা
কেমন করে রোধ করতে পারে?
-------------------
৪৬
০৬/০৩/২০১২
মঙ্গলবার, বিকেল
দুর্বলদের খেয়ে
বেঁচে থাকে প্রবলেরা-- তৃণভোজী প্রাণীকে খায় শক্তিশালী হিংস্র নখদন্তযুক্ত
বাঘ-সিংহ দুর্বলেরা কেবল পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে পারে প্রবলের খাদ্য
হিসেবে দুর্বলের সৃষ্টি
-------------------
৪৭
০৬/০৩/২০১২
মঙ্গলবার, সন্ধ্যা
আহার বিহার
লঙ্গরখানায়(রাজার খাতায়, তাই খরচা লাগে না যে!) কিন্তু সেবাটা কর্তাকে দিতে চাই
-------------------
৪৮
০৬/০৩/২০১২
মঙ্গলবার, সন্ধ্যা
ইংরেজ চলে গেছে,
দেশটা স্বাধীন হয়েছে রাজনীতি করতে তাই আর আদর্শ লাগে না তাই আর মিছে আদর্শ নিয়ে
মাথা ঘামাবার দরকার কী? লেখাপড়া শেখার কঠিন শ্রম করেই বা কী হবে-- বরং চল দেশের
দায়িত্ব কাঁধে তুলে নিই
-------------------
৪৯
০৬/০৩/২০১২
মঙ্গলবার, রাত
যার জন্ম হয়নি তার
মৃত্যুও নেই যাকে জীবন-যন্ত্রণা দিতে চাও না, তাকে জন্ম দিও না জীবের দুর্ভোগ কে
আটকাতে পারে জন্মদাতা ছাড়া?
-------------------
৫০
০৬/০৩/২০১২ মঙ্গলবার, রাত
নাক দিয়ে যখন জল ঝরে তা টের পাওয়া
যায় কারণ সুড় সুড় করে যে মানুষ যৌবনটা কেমন করে টের পায়? দখিনা বায় মনে যে
সুড়সুড়ি দেয়!
-------------------
৫১
০৬/০৩/২০১২ মঙ্গলবার, রাত
বাড়াবাড়ির শেষ এক সময়ে হবেই-- আজ না
হোক, কাল তা হবে ”রোম ওয়জ নট বিল্ট ইন আ ডে“ কথাটার বক্র অর্থ হল, রোম সভ্যতাও
একদিন শেষ হয়েছিল-- আজ তার প্রায় চিহ্নমাত্র অবশিষ্ট নেই বাড়াবাড়ির কর্তারা মনে
করে ক্ষমতাটা চিরকালই বজায় থাকবে, আশাহত হয়ে বুঝতে হয়, শেষ সত্য সেটা নয়
-------------------
৫২
০৬/০৩/২০১২ মঙ্গলবার, রাত
ভূতের ভয় কার নেই? বয়স্কদেরও আছে
ছেলেবেলার ভয় মনের অবচেতনে থেকে যায় বয়স বাড়া বা সচেতন সাহসের চর্চায় সেটা দূর হয়
না ভয়টা উপর-উপর চাপা দেওয়া হয় মাত্র নিজের কাছে তা স্বীকার করতে হবেই
-------------------
৫৩
০৭/০৩/২০১২ বুধবার, দুপুর
আমি সব বুঝে গেছি হয়তো তাই কিন্তু
আমি যে অনেক কিছু বুঝিনি, সেটা বুঝিনি আসলে আমি যে কিছুই বুঝিনি-- সেটা বুঝিনি! আমি
যে কিছু বুঝি না, সেটা আমাকে কে বোঝাবে?
-------------------
৫৪
০৭/০৩/২০১২ বুধবার, দুপুর
ঈশ্বর মানুষের শেষ ভরসা সেটা যখন
মানুষ বুঝে যায়, তখন ঈশ্বরেরই আর তার উপরে ভরসা থাকে না বুড়োটা ক’দিন আর নাম
স্মরণ করতে পারবে?
-------------------
৫৫
০৯/০৩/২০১২ শুক্রবার, সকাল
যখন লিখতে বসলাম, দেখলাম উৎস শুকিয়ে
গেছে, অর্থাৎ যা লিখব বলে ভেবেছিলাম তা আর মনে নেই যখন কথাগুলো মনে উদয় হয়েছিল
তখন আলস্যভরে তা আর লেখা হয়নি কথায় বলেনা, আলস্য দোষের আকর, মূল্য চুকিয়ে এখন তা
হাড়ে হাড়ে বুঝলাম সেই ঋক্থ কোথায় যেন হারিয়ে গেছে
-------------------
৫৬
০৯/০৩/২০১২ শুক্রবার, বিকেল
ঈশ্বরের প্রতি তোমার সদাই অনুযোগ,
ঈশ্বর তোমাকে কত কিছু দেয়নি, ঈশ্বর তোমার দিকে ফিরে চায় না একই অভিযোগ অন্যেরও,
অভিযোগ সবার ঈশ্বর তোমাকে যা যা দিয়েছে তার দিকে পিছন ফিরে এই অন্ধ হতাশা কেন?
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হও, ভেবে দেখ, অনেক কিছুই ঈশ্বর তোমাকে দিয়েছে, তুমি যার
যোগ্য নও
-------------------
৫৭
১৩/০৩/২০১২ মঙ্গলবার, দুপুর
মানুষ যখন সম্পূর্ণ ভরসাহীন হয়ে পড়ে
তখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন মানুষের অস্তিত্বের সংকট দেখা দেয় এজন্যই মানুষের
সঙ্গ দরকার নির্জন কারাবাস তাই এত কঠিন
-------------------
৫৮
১৩/০৩/২০১২ মঙ্গলবার, দুপুর
দুঃখের সময়ে, কষ্টের সময়ে ঈশ্বরকে মনে
পড়ে, সুখের সময়ে তাকে ভুলে থাকো কেন? ঈশ্বর কি কেবল তোমার দুঃখের ভাগী হবে, সুখের
সঙ্গী হবে না? তুমি একচক্ষু হলে ঈশ্বরও তো একচক্ষু হবে
-------------------
৫৯
১৩/০৩/২০১২ মঙ্গলবার, বিকেল
পৃথিবীতে দুটি মাত্র জাতি-- নারী আর
পুরুষ তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী নয়, তারা পরস্পরের পরিপূরক যারা বিবাদ কল্পনা
করে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বিভ্রান্তিকর প্রচার মানুষকে পেড়ে ফেলে
-------------------
৬০
১৭/০৩/২০১২ শনিবার, দুপুর
লোকটা বেঁচে গল বাঘের থাবায় তার
শরীর থেকে মাংস খুবলে বেরিয়ে গেছে বাঁচল বটে লোকটা কোনওরকমে, কিন্তু বাঘের আক্রমণের
দাগ রয়েই গেল স্থায়ী হয়ে বাংলাভাষার জন্য দুঃখ হয়, বাঘ তাকে রেহাই দেয়নি
-------------------
৬১
১৭/০৩/২০১২ শনিবার, দুপুর
এক রাজার বদলে যদি কয়েক শ‘ রাজা হয়,
তবে দেশ কি আর চলে? তখন শত ভাগাভাগি হয়, লুটপাট হয়, নেপোয় স্পেকট্রাম খেয়ে যায়
প্রজাদের দেয়-কর বাড়তেই থাকে, বাড়তেই থাকে
-------------------
৬২
১৮/০৩/২০১২ রবিবার, সকাল
ঝড় ঝঞ্ঝা বাদলের শেষে রোদও ওঠে--
জীবন এভাবেই চলে সারা সময়ে ঝলমলে রোদ কোথায় পাবে, জীবন তো স্থির নয়, জীবন চলমান
-------------------
৬৩
১৮/০৩/২০১২ রবিবার, সকাল
যা পেয়েছ তাতেই সুখী হও তুমি অতটাই
পাবে, তার বেশি নয় অকারণ বেশি পাবার জন্য হামলে পড়লে জীবন ক্ষয়ে যাবে, লাভ কিছুই
হবে না
-------------------
৬৪
১৮/০৩/২০১২ রবিবার, সকাল
জীবনকে তুমিই সুখী করতে পার অকারণ
দুঃখ কল্পনা করে মনের ভার বাড়িও না সুখ দুঃখ নিজের মনের কল্পনাতেই বেশি, বাস্তবে
অতটা নয়
-------------------
৬৫
২০/০৩/২০১২ মঙ্গলবার, সকাল
পারব বাবা আমি একাই পারব-- বলে বৃদ্ধ
জোর করে যুবকের হাত ছাড়িয়ে কাঁপতে কাঁপতে টলতে টলতে রাস্তা পার হতে গেল একটা
হৈ-চৈ ... শেষটা যে এখানেই লেখা ছিল, কে জানত?
-------------------
৬৬
২০/০৩/২০১২ মঙ্গলবার, সকাল
তিন ভাইবোন শৈশবের আনন্দে তারা
মশগুল ভাইয়ের মুখে দিদি চুমু খায়, দিদির মুখে ভাইয়েরা বড় হল, লেখাপড়া শিখে
চাকুরি, বিয়ে সবই হল শেষে যখন বাবা মারা গেল-- মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল
সম্পত্তি-সম্পর্ক তো স্বার্থের সম্পর্ক মহাজনেরা বলে গেছেন-- বিষয় না বিষ
-------------------
৬৭
২৪/০৩/২০১২ শনিবার, রাত
গায়ে গোস্ত আর মাথায় বুদ্ধি একই সাথে
থাকার সম্ভাবনা কম উদাহরণ দেবার জন্য দূরে যেতে হবে না আমার যেমন প্রথমটা আছে
তাই দ্বিতীয়টার বড় অভাব ভাইসব খাটো, খাও কম, রোগা হও, রুগ্ণ হোয়ো না, মানসিকভাবে
তো নয়ই
-------------------
৬৮
২৫/০৩/২০১২ রবিবার, রাত
নির্বোধেরা বুদ্ধিমান-সঙ্গ করলে
তাদের বুদ্ধির বিকাশ ঘটে, বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমানের কী হয়? তারা ক্রমে
নির্বোধ হয়ে পড়ে
-------------------
৬৯
২৫/০৩/২০১২ রবিবার, রাত
আধুনিক যন্ত্র জগতে মানুষ যন্ত্রমুখী
যন্ত্র নিয়ে মাথা ঘামাতে ঘামাতে যন্ত্র তার মাথায় চেপে বসেছে রিমোটে রিমোটে তার
শরীর ঝাঁঝরা হয়ে কোন্ দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত তার হদিস পাওয়া ভার টাকা
নেয় ডাক্তার, ব্যাধি সার সার
-------------------
৭০
২৫/০৩/২০১২ রবিবার, রাত
শেষ অবধি ধরল তারে জেনেটিক রোগে
ওষুধ নেই তার, কপালে দুশ্চিন্তার ভার জিনের কেন এই অপঘাত, খুঁজে কিছু পায়না তফাৎ
শুভার্থীরা বলে বনে যাও চলে, দুর্ঘট রোগের পিছে আছে অনাবশ্যক কুটিল যন্ত্রের হাত
-------------------
৭১
২৭/০৩/২০১২ মঙ্গলবার, সকাল
তুমি নিজে মনে মনে গর্বিত, আর দশটা
মানুষের চেয়ে তুমি একটু উঁচুই দৈর্ঘ্যটা বড় কথা নয়, গুণটা, যোগ্যতাটাই এখানে
মাপকাঠি তাহোক, অন্যেরা কি তোমাকে বড় মানে? নিজেকে আর মনে মনে ঠেলে কত উপরে তুলবে
হে, পড়ে গেলে পরনের কাপড় ঠিক থাকবে না!
-------------------
৭২
২৭/০৩/২০১২ মঙ্গলবার, সকাল
উপদেশ দিতেই ব্যস্ত তুমি, সেগুলো কি
নিজে মানতে পার? নিজের জীবনে যা তুমি পালন করতে পার না, সে গুরু-উপদেশ দিয়ে অন্যকে
ব্যতিব্যস্ত করে কী লাভ? উপদেশগুলো মহান হতে পারে, বাস্তবে তা ফলানো যায় না
-------------------
৭৩
২৭/০৩/২০১২ মঙ্গলবার, সঙ্গব(সকাল ও
দুপুরে মাঝের সময়)
ওই যে নদীতে জেলে মাছ ধরে, মাঠে চাষী
করে চাষ, রাখাল গরু নিয়ে যায় মাঠে, তাঁতী তাঁত বোনে-- এসব কাব্য কবিতা লিখতে ভাল,
শুনতে সুন্দর দরাদরি করার কালে কাউকেই তো দাও না ছাড়
-------------------
৭৪
০২/০৪/২০১২ সোমবার, সকাল
নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি কাজ
করে, কিন্তু সে কাজের অনেকগুলিরই কোনও আর্থিক মূল্য নেই, বা আর্থিক মূল্য খুবই কম,
তাই তা গণ্য নয় জানালায় চড়াই পাখির বিষ্ঠা পরিষ্কার করার কী দাম? দরকারটা কিন্তু
অনেক
-------------------
৭৫
০২/০৪/২০১২ সোমবার, সকাল
নারী অকারণে বেশি বক বক করে তার দশ
শতাংশ খাঁটি সত্য, চল্লিশ শতাংশ জল, আর বাকিটা আবেগ বর্ণিত ঘটনার নির্যাসটুকু তাই
নিতে হয়
-------------------
৭৬
০৪/০৪/২০১২ বুধবার, রাত
আর্টের নামে ভূত পেত্নীর ছবি এঁকে
শিল্পচর্চা হচ্ছে আরে ভাই, এসব তা গুহা মানবেরা এঁকে গেছে এখন আর নতুন করে আঁকার
কী দরকার? লোকে কিছু না বুঝতে পারলেই বড় শিল্প, গূঢ় কবিতা, যুগবিদীর্ণ লেখা
এসব
শুনে লোকে বলবে-- লোকটা নিরেট হবেওবা স্রষ্টারাইবা ক’জন ‘বিমূর্ত’ বোঝেন?
-------------------
৭৭
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
প্রয়োজনের অতিরিক্ত হলে বলে--
আদিখ্যেতা, কম হলে বলে নিষ্ঠুরতা এর কোনওটাই সন্তানের প্রতি করবে না আদিখ্যেতায়
তাকে অযোগ্য করে তোলে, আর নিষ্ঠুরতা তাকে হৃদয়হীন করে এর কোনওটাই তোমার কাম্য নয়,
তাই সমঝে চল, তোমার অনপেক্ষ বিবেচনাই মসৃণ করবে তার ভবিষ্যত পথ চলা
-------------------
৭৮
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
আম গাছে অনেক ফল ধরে তার সবগুলিই
পুষ্ট হয় না, বেশিরভাগই মুকুলে ঝরে যায়, কখনও সময়ের সাথে সাথে কেউবা টুক করে খসে
যায় চিন্তাভাবনাগুলোও ঠিক তাই, এগোতে এগোতে হঠাৎ টুক করে খসে পড়ে থাকে কমই তার
কিছুটা ধরা থাকে খাতার পাতায়
-------------------
৭৯
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
যার হাতে অস্ত্র থাকে সে-ই হয়
প্রভু-- বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে তারই জয় জয়কার বিজিতরা গোঁজ মেরে বসে থাকে
তাদের না আছে অর্থ, না অস্ত্র, সুতরাং তাদের বিদ্যাও নেই বুদ্ধিও নেই অস্ত্র হাতে
হুংকার দিয়ে রাজা জানান দেয় তার বিদ্যা বুদ্ধি জ্ঞানের পরিবৃত স্তাবকেরা গদ গদ ভাষে
রাজার বন্দনা গায়-- ধন্য ধন্য ধন্য রাজা কংস, ত্রিভুবনে তুমি যে অনন্য
-------------------
৮০
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
শিশুটি জন্ম নিল মানুষের প্রতিরূপ
হয়ে এই শিশু বড় হবে হাঁটবে খেলবে কথা বলবে-- মানুষ হয়ে উঠবে ক্রমে বিস্ময়, কীকরে
তার জন্ম হয়, গঠন হয়? নাক চোখ মুখ মস্তিষ্ক-- তার হৃদয়, কেমন করে তৈরি হয় কারখানা
তো নয় যে যন্ত্রে তার অবয়ব রূপ পাবে ভগবান মানি না সে নেই বলে এ বিস্ময় কারখানা
চালায় কে তবে?
-------------------
৮১
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
যারা শিশু-কিশোর তারা সামনের দিকে
তাকায়, যারা যুবক তারা সামনের দিকে তাকায় যারা প্রৌঢ় তারা সামনে পিছনে দুদিকেই
তাকায় যারা বৃদ্ধ তারা পিছনের দিকে তাকায়-- তাদের সামনে আর কিছু নেই যে
-------------------
৮২
০৭/০৪/২০১২ শনিবার, সকাল
নদীর শুরুটা অতি বিস্তৃত পাহাড়ের
মাথায় বিস্তৃত বরফের স্তূপ থেকে গলে গলে জলে তার সৃষ্টি চলার পথে দীর্ঘ ভূভাগ
অতিক্রম করে শেষে সে অতি বিস্তৃত সমুদ্রে বিলীন হয় রোদের তাপে আবার সেই সমুদ্রের
জল বাষ্প হয়ে উড়ে ফিরে যায় পাহাড়ে সেখানে তা আবার জমে বরফ হয় এই বরফই গলে জল হয়,
নদীর দেহ পুষ্ট করে জীবনের চক্র বুঝিবা এমনি এই নরদেহ বুঝিবা নদীর মতো
দীর্ঘ-ভূভাগ অতিক্রম করে চলেছে তার
জীবনপথে
-------------------
৮৩
১২/০৪/২০১২ বৃহস্পতিবার, দুপুর
সবার জন্য সমান বিচার খুবই আনন্দের
কথা, আদর্শ চিন্তা কিন্তু বিচার তো দরিদ্রদের কাছে অধরা হয়ে আছে কোর্ট কাছারির
ব্যয় কী করে দরিদ্ররা বহন করবে? সুপ্রিম কোর্টে যাবার ক্ষমতা তো বেশিরভাগ মধ্যবিত্তেরও
নেই সবার জন্য কেমন করে সম বিচার হবে?
-------------------
৮৪
১২/০৪/২০১২ বৃহস্পতিবার, রাত
কেশবতী কনে শিহর জাগায় মনে দীঘল
চুলে-- ঢলে যায় মন কেশবতী যে, তার সমস্যাটাকে ভেবে দেখেছ কি? মনতোষণের জন্য তার
কী যে জীবনপেষণ তার অনুভব মনে জাগুক তোমার চুল তিন ইঞ্চি, আর কনের চাও তিন ফুট!
তুমি হে কাব্যিক ব্রুট
-------------------
৮৫
১৩/০৪/২০১২ শুক্রবার, সকাল, চৈত্র
সংক্রান্তি ১৪১৮
কবি লেখে কী জন্য? লোকে যদি বলে ধন্য
ধন্য-- কবি কি লেখে সে জন্য? ঠিকই তো আনন্দই ব্রহ্ম, মানুষ যদি আনন্দ পায়, আপন
মনেই বলে ধন্য ধন্য, কবি তো লেখে সে জন্য
-------------------
৮৬
১৩/০৪/২০১২ শুক্রবার, সকাল, চৈত্র
সংক্রান্তি ১৪১৮
সব কিছুরই একটা সীমা আছে ঐতিহ্যের
কথা বলে মেয়েদের শাড়ি পরিয়ে রাখব আর নিজেরা বাসে ট্রামে চলার সুবিধে হবে বলে
প্যান্ট ধরব, তা হয় না মেয়েরাও সুবিধার জন্য প্যান্ট পরুক তা বলে নিজেকে পণ্য
সাজিয়ে ‘নট ফর সেল’ লেবেল লাগানো কেতা চলবে না যারা পণ্য সাজে, তারা বন্য হয়ে বনে
যাক
-------------------
৮৭
১৩/০৪/২০১২ শুক্রবার, সকাল, চৈত্র
সংক্রান্তি ১৪১৮
পণ প্রথা, কন্যাভ্রুণ হত্যা, নারী
মুক্তি নিয়ে অনেক আইন, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আসল জায়গায় হাত পড়েনি আর্থিক
মুক্তিই সেই আসল জায়গা আর্থিক মুক্তি ঘটলে নারীর এ সমস্যা মিটে যাবে যাবতীয়
আভ্যন্তীরণ কাজের (ইন্টারনাল জব) সবটাই নারীদের দিতে হবে-- ডি.আর.এম(দিনমজুর) থেকে
ডাইরেক্টর-- সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রে আর্থিক মুক্তি ঘটলে নারী মুক্তি
আপনিই ঘটবে তবে মুক্তির প্রথম স্বাদে একটু বাড়াবাড়ি হবে, পরে আপন গতিতেই তা ঠিক
হয়ে যাবে
-------------------
৮৮
১৪/০৪/২০১২ শনিবার,
সকাল, নববর্ষ ১৪১৯
শিব গড়তে
বাঁদর যখন বলি, রামভক্ত আমি লোকে বোঝে লোকটা হনুমান এত যে লেখালিখি তার কোন্
কদর্থ পৌঁছাবে লোকের কাছে কে জানে? যে ভাঁড় তাকে দেখলেও লোকেরা হাসে পা-ভেঙে
খুঁড়িয়ে হাঁটলেও লোকে মজা পায় বটে প্রেম বললে লোকে কদর্থ খোঁজে, ভক্তি বললে মিটি
মিটি চায়, উপহাসে হেসে ওঠে
-------------------
৮৯
১৫/০৪/২০১২ রবিবার, সকাল
জীবনের সাফল্যে সবাই ভাগ বসাবে,
সহযোগিতা করতে কেউ এগিয়ে আসবে না সুখের ভাগ সবাই চায়, দুঃখের কষ্ট কেন সইতে যাবে
অকারণ! এটাই “গিরিশের” মত
-------------------
৯০
১৫/০৪/২০১২ রবিবার, দুপুর
যখন মধ্য গগনে ক্ষমতায় বসে, তখন
প্রয়াত হও-- দাম পাবে নচেৎ অবহেলার খুদকুঁড়ো জুটবে কপালে যদিও মৃত্যু মানুষের ইচ্ছাধীন
নয়, আর স্বেচ্ছাধীন হলেও কেউ কি আর মরতে চায়? বাঁচার চেষ্টাই তো মানুষের চরম
আকুতি
-------------------
৯১
১৫/০৪/২০১২ রবিবার, বিকেল
সোনার হরিণ হয়না, সোনালি হরিণ হয়
সীতা সোনালি হরিণে নিজের প্রতিদ্বন্দ্বীকে দেখতে পেয়েছিল, তাই তার-- ‘সোনার হরিণ
চাই’, যাতে সে সোনালি বিপদ হয়ে উঠতে না পারে
-------------------
৯২
১৭/০৪/২০১২ মঙ্গলবার, বিকেল
সব সক্রিয়তার পিছনে একটা শক্তি-উৎস
লাগে জীবনের শক্তি-উৎস হল চিনি চিনি যেমন জীবন তেমনি তার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে
তা-ই বিপদের কারণ হয়
-------------------
৯৩
১১/০৩/২০১২ রবি, রাত
মানুষ তার বুদ্ধির জোরে অনেক
দুর্নীতির উদ্ভাবক কোন্টা নীতি আর কোন্টা নয়, তা মানুষের কাছে তাই গুলিয়ে গেছে সেজন্য
প্রাকৃতিক নীতি নির্ধারণ করতে হবে জীবজগতের অন্যদের দেখে বুদ্ধি যুক্তি উপস্থাপন
করে, গুলিয়ে দিয়ে নয়
-------------------
৯৪
২১/০৪/২০১২
শনি, সঙ্গব(সকাল ও দুপুরের মাঝের সময়)
সামনের
পথটা অনিশ্চিত, অস্পষ্ট তবু সে পথ আমরা অনন্তকাল ধরে চলতে চাই যদিও একদিন তা
হঠাৎ করে শেষ হয়ে যায়, অজ্ঞাত কোথাও যাত্রা শেষ হয়
-------------------
৯৫
২৪/০৪/২০১২ মঙ্গলবার, রাত
ক্রোধ তরুণের শোভা হতে পারে,
হঠকারিতা বা আপাত-অসম্ভব কাজে ঝাঁপিয়ে পড়া তারই সাজে বুড়ো-হাবড়াদের ক্রোধ শোভা
পায় না ক্রোধ কারও পক্ষেই ভালো নয়, নিজেকে আপন উদ্যোগেই সম্বরণ করো “গিরিশ” বলে
ক্রোধ করে কেন নিজের বিপদ ডেকে আনবে
-------------------
৯৬
২৪/০৪/২০১২ মঙ্গলবার, রাত
ক্রোধ তো তারই অবলম্বন যে বুদ্ধি করে
সামলাতে পারে না বুদ্ধি দিয়ে সামলাতে পারলে জয়ও হবে, শান্তিও থাকবে “গিরিশ” বলে
নিজেকে নির্বোধ প্রমাণ করার জন্য ক্রোধ ধার কোরো না
-------------------
৯৭
২৫/০৪/২০১২ বুধবার
কপাল বড় হলেই তার প্রাপ্তি বেশি হয়
না, তাহলে তো যার কপাল নাকের উপর থেকে শুরু করে ঘাড় অবধি বিস্তৃত(যেমন আমার), তেমন
ইন্দ্রলুপ্ত লাভের জন্য লোকে ব্যগ্র হত কপালের বিস্তৃতি --লাভের বিস্তৃতি নির্দেশ
করে না
-------------------
৯৮
২৬/০৪/২০১২ বৃহস্পতিবার, সন্ধ্যা
যে-ই করুক ঈশ্বরের নাম, তোমার কাছেও
সে নাম সমান যদি সময় না পাও, যদি ভুলে যাও, অন্যের সঙ্গে একই সাথে নাম করো
-------------------
৯৯
২৬/০৪/২০১২ বৃহস্পতিবার, সন্ধ্যা
জ্ঞানীরা পৃথিবীকে এগিয়ে দিয়েছেন
আমরা সেই জ্ঞানকে অবলম্বন করে জীবিকা অর্জন করছি
-------------------
১০০
২৮/০৪/২০১২ শনি, সকাল
মৃত্যু এক অচেতন অবস্থা যেখান থেকে
আর ফিরে আসা যায় না
http://bachanbayan.blogspot.in/2012/05/blog-post.html