সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক:
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক উপরে দেওয়া হল
লিংকে ক্লিক করুন ফন্ট ডাউনলোড হবে
যুক্তবর্ণ সরল গঠনের
বুঝতে লিখতে পড়তে সহজ
দশমিক পদ্ধতির
দিন, সপ্তাহ
মনোজকুমার দ. গিরিশ
সংখ্যা গণনার সময়ে আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করি এটাই সব চেয়ে সুবিধাজনক প্রাচীন দিনে অবশ্য সকল সভ্যতায় সংখ্যা গণনার কালে দশমিক পদ্ধতি ব্যবহৃত হত না আধুনিক এই বিজ্ঞানের যুগে দশমিক পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক বলে বোঝা যাচ্ছে দশমিক পদ্ধতির এই সুবিধার জন্য ১৯৫৭ সাল থেকে ভারতে ওজন ও পরিমাপ এবং মুদ্রার ক্ষেত্রে দশমিক প্রথা চালু হয়েছে পরে পরিবর্তন আনা হয়েছে তাপ পরিমাপের ক্ষেত্রেও, আগে চালু ছিল ফারেনহাইট, এখন চলছে সেন্টিগ্রেড তথা সেলসিয়াসযদিও উন্নত অনেক দেশে এখনও এই সব প্রথা চালু করা যায়নি, কারণ তা চালু করতে অনেক ব্যয় করতে হবে, অভ্যাসের বিশাল পরিবর্তন করতে হবে কিন্তু যদি সর্বত্র দশমিক পদ্ধতি চালু করা যায় তবে তা ব্যবহারিক সুবিধা এনে দেবে অনেক
আমাদের এখন ভাবতে হবে যে, দিন এবং সপ্তাহ গণনার ক্ষেত্রে দশমিক পদ্ধতি চালু করা যায় কীনা? দিন ২৪ ঘন্টায় না হয়ে হবে ২০ ঘন্টায়, আর সপ্তাহ হবে ১০ দিনে এতে দিনের সময় গণনা বর্তমান সময় পরিমাপের বেশ কাছাকাছি থাকবে আর সপ্তাহের ক্ষেত্রেও তা খুব বিচ্যুত হবে না মাস গণনার ক্ষেত্রে বছরের প্রথম ৫টি মাস হবে ৩১দিনে(৩১×৫=১৫৫) বাকি ৭ মাস হবে ৩০ দিনে(৩০×৭=২১০)এই মোট ১৫৫+২১০=৩৬৫ দিন অধি বর্ষে বা লিপ ইয়ারে ৬ষ্ঠ মাস বা জুন মাস হবে ৩১ দিনে সপ্তাহের হিসেবে মাস হবে তিন সপ্তাহে ৩৬.৫ সপ্তাহে হবে বছর, এখন হয় ৫২.১৪৩ সপ্তাহে প্রতি ৫দিন পরে একদিন করে ছুটি থাকবে, ফলে প্রতি সপ্তাহে দু-দিন ছুটি থাকবে
দিনের সময় পরিমাপের ক্ষেত্রে ১০০ সেকেন্ডে এক মিনিট, ১০০ মিনিটে এক ঘন্টা, এবং ২০ ঘন্টায় এক দিন এখন এক ঘন্টায় ৩,৬০০ সেকেন্ড, আর দিন হয় ১,৪৪০মিনিটে= ৮৬,৪০০(ছিয়াশি হাজার চারশ) সেকেন্ডে, নতুন ব্যবস্থায় এক ঘন্টা হবে ১০,০০০ সেকেন্ডে, আর দিন হবে ২,০০০ মিনিটে=২,০০,০০০(দু-লক্ষ) সেকেন্ডে
নতুন সেকেন্ডের নাম হবে সেন্টি-সেকেন্ড, মিনিট হবে সেন্টি-মিনট
বর্তমান অভ্যাস বা ধ্যান ধারণায় তা প্রথম দিকে জোর ধাক্কা দেবে ঠিকই কিন্তু অভ্যাস হয়ে গেলে তখন খুব সুবিধে হবে টাকা পয়সার নতুন মান চালু করার সময়ে, অর্থাৎ ৬৪ পয়সার যায়গায় ১০০ পয়সায় এক টাকা, ৫০ পয়সায় আধুলি, ২৫ পয়সায় সিকি, বেশ খটকার ব্যাপার ছিল তারপরে ছিল না ৪ পয়সায় এক আনা, বরং তখন হিসেব করে দাঁড়িয়েছিল ৬(=৬.২৫)পয়সায় এক আনা, ১৩পয়সায় দু-আনা আবার ২৪ পয়সার যায়গায় ২৫ পয়সায় সিকি বা একটাকার চার ভাগের এক ভাগ অন্তর্বর্তী সময়ের এই সকল গোলযোগ তো কিছু ছিলই, পরে যখন সবটাই দশমিকে পুরো চালু হয়ে গেল তখন টাকা পয়সার হিসেব অনেক সহজ হয়ে গেল আগে সের ছটাক ফুট গজ আর আনা সিকি আধুলি ইত্যাদি নিয়ে হিসেব করতে এক এক জন মানুষকে খুবই হিমসিম খেতে হত কোনও কোনও প্রাচীন সভ্যতায় যেমন সাধারণ সংখ্যা গণনার জন্যই দক্ষ মানুষ তথা পণ্ডিত বা বিজ্ঞানীদের দরকার হত সময়ের ধারণায় পরিবর্তন আনলে প্রথম দিকে তা জনমনে বেশ বড় ধাক্কা দেবে, কিন্তু পরে ব্যাপারটা রপ্ত হয়ে গেলে কিন্তু খুব সুবিধেই হবে
সপ্তাহের নতুন তিনটি দিন হতে পারে__ সাগর, চন্দ্র, পৃথিবী
--- রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাগর চন্দ্র পৃথিবী ---
সাপ্তাহিক ছুটি দুদিন, রবি এবং শুক্রবার
প্রতি চার দিন পরে পরে ছুটি পেলে লোকে আরাম পাবেন, কাজের একঘেয়েমি কেটে যাবে নিজস্ব ব্যক্তিগত কাজ কর্ম করতেও সুবিধে হবে তখন অফিস বা কর্মক্ষেত্র আর কাঁধের জোয়াল বলে মনে হবে না
●[সাগর চন্দ্র পৃথিবী না বলে এটা --
চন্দ্র, পৃথিবী, সাগর এভাবেও হতে পারে]
-- ০০ --