Tuesday, July 28, 2009

বৃষ্টি ঝরে৤

বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤


সর্বান্তিক  ‘অহনলিপি-বাংলা১৪’  ফন্ট ডাউনলোড:


https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

===========================

-----

বৃষ্টি ঝরে 

ধারায় ধারায়, এসো এ ধরায়৤

তোমার অন্তরে যে আশিস আছে
দেহ গো ত্বরায়,
এসো এ ধরায়৤
আমার মনের বনে যে ফুল ফোটে,
তারে তুমি দাও রাঙিয়ে আনন্দধারায়,
এসো এ ধরায়৤
তোমার করুণাধন
যেন না হয় এমন,
ভুলিবে আমায়৤
এসো এসো আকাশ জুড়ে ছড়িয়ে শত ডানা,
তোমার নেই তো কোনও মানা,
ঝরিয়ে দেবে ঝরনাধারায়
আকূল এ ধরায়৤
এসো তুমি এসো প্রাণে
বিশ্বপ্রাণের আমন্ত্রণে
করুণাধারায়,
এসো এ ধরায়৤
ছিলেম বসে চাতক পাখি,
তুমি হেথা আসবে না কি,
ধরা ধুয়ে ভাসবে না কি উছল ধারায়,
এসো এ ধরায়৤
ধারায় ধারায় তুমি নবীন জলদ,
ভরে কলসি ঢালবে সুখে
চাতক এ ধরায়,
ঘুচিয়ে দেবে অনেক কালের শুষ্ক ধরায়,
ঘাসে ফুলে পত্র ফলে ছড়িয়ে দেবে আনন্দ কণায়,
জয়, জয়গো তোমার জয়৤
গাহি নেচে নেচে পুলক সে যে
হিল্লোলিয়া যায়৤
এসো সুখে আমার বুকে,
ধারায় ধারায়, এসো এ ধরায়৤