Friday, July 2, 2010

দশমিক পদ্ধতির দিন সপ্তাহ






সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে৤ ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক:


https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip


ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক উপরে দেওয়া হল৤
লিংকে ক্লিক করুন ফন্ট ডাউনলোড হবে৤
যুক্তবর্ণ সরল গঠনের
বুঝতে লিখতে পড়তে সহজ৤


দশমিক পদ্ধতির

দিন, সপ্তাহ

মনোজকুমার দ. গিরিশ৤

সংখ্যা গণনার সময়ে আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করি৤ এটাই সব চেয়ে সুবিধাজনক৤ প্রাচীন দিনে অবশ্য সকল সভ্যতায় সংখ্যা গণনার কালে দশমিক পদ্ধতি ব্যবহৃত হত না৤ আধুনিক এই বিজ্ঞানের যুগে দশমিক পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক বলে বোঝা যাচ্ছে৤ দশমিক পদ্ধতির এই সুবিধার জন্য ১৯৫৭ সাল থেকে ভারতে ওজন ও পরিমাপ এবং মুদ্রার ক্ষেত্রে দশমিক প্রথা চালু হয়েছে৤ পরে পরিবর্তন আনা হয়েছে তাপ পরিমাপের ক্ষেত্রেও, আগে চালু ছিল ফারেনহাইট, এখন চলছে সেন্টিগ্রেড তথা সেলসিয়াস৤যদিও উন্নত অনেক দেশে এখনও এই সব প্রথা চালু করা যায়নি, কারণ তা চালু করতে অনেক ব্যয় করতে হবে, অভ্যাসের বিশাল পরিবর্তন করতে হবে৤ কিন্তু যদি সর্বত্র দশমিক পদ্ধতি চালু করা যায় তবে তা ব্যবহারিক সুবিধা এনে দেবে অনেক৤

আমাদের এখন ভাবতে হবে যে, দিন এবং সপ্তাহ গণনার ক্ষেত্রে দশমিক পদ্ধতি চালু করা যায় কীনা? দিন ২৪ ঘন্টায় না হয়ে হবে ২০ ঘন্টায়, আর সপ্তাহ হবে ১০ দিনে৤ এতে দিনের সময় গণনা বর্তমান সময় পরিমাপের বেশ কাছাকাছি থাকবে৤ আর সপ্তাহের ক্ষেত্রেও তা খুব বিচ্যুত হবে না৤ মাস গণনার ক্ষেত্রে বছরের প্রথম ৫টি মাস হবে ৩১দিনে(৩১×৫=১৫৫) বাকি ৭ মাস হবে ৩০ দিনে(৩০×৭=২১০)এই মোট ১৫৫+২১০=৩৬৫ দিন৤ অধি বর্ষে বা লিপ ইয়ারে ৬ষ্ঠ মাস বা জুন মাস হবে ৩১ দিনে৤ সপ্তাহের হিসেবে মাস হবে তিন সপ্তাহে৤ ৩৬.৫ সপ্তাহে হবে বছর, এখন হয় ৫২.১৪৩ সপ্তাহে৤ প্রতি ৫দিন পরে একদিন করে ছুটি থাকবে, ফলে প্রতি সপ্তাহে দু-দিন ছুটি থাকবে৤

দিনের সময় পরিমাপের ক্ষেত্রে ১০০ সেকেন্ডে এক মিনিট, ১০০ মিনিটে এক ঘন্টা, এবং ২০ ঘন্টায় এক দিন৤ এখন এক ঘন্টায় ৩,৬০০ সেকেন্ড, আর দিন হয় ১,৪৪০মিনিটে= ৮৬,৪০০(ছিয়াশি হাজার চারশ) সেকেন্ডে, নতুন ব্যবস্থায় এক ঘন্টা হবে ১০,০০০ সেকেন্ডে, আর দিন হবে ২,০০০ মিনিটে=২,০০,০০০(দু-লক্ষ) সেকেন্ডে৤





নতুন সেকেন্ডের নাম হবে সেন্টি-সেকেন্ড, মিনিট হবে সেন্টি-মিনট৤
বর্তমান অভ্যাস বা ধ্যান ধারণায় তা প্রথম দিকে জোর ধাক্কা দেবে ঠিকই কিন্তু অভ্যাস হয়ে গেলে তখন খুব সুবিধে হবে৤ টাকা পয়সার নতুন মান চালু করার সময়ে, অর্থাৎ ৬৪ পয়সার যায়গায় ১০০ পয়সায় এক টাকা, ৫০ পয়সায় আধুলি, ২৫ পয়সায় সিকি, বেশ খটকার ব্যাপার ছিল৤ তারপরে ছিল না ৪ পয়সায় এক আনা, বরং তখন হিসেব করে দাঁড়িয়েছিল ৬(=৬.২৫)পয়সায় এক আনা, ১৩পয়সায় দু-আনা৤ আবার ২৪ পয়সার যায়গায় ২৫ পয়সায় সিকি বা একটাকার চার ভাগের এক ভাগ৤ অন্তর্বর্তী সময়ের এই সকল গোলযোগ তো কিছু ছিলই, পরে যখন সবটাই দশমিকে পুরো চালু হয়ে গেল তখন টাকা পয়সার হিসেব অনেক সহজ হয়ে গেল৤ আগে সের ছটাক ফুট গজ আর আনা সিকি আধুলি ইত্যাদি নিয়ে হিসেব করতে এক এক জন মানুষকে খুবই হিমসিম খেতে হত৤ কোনও কোনও প্রাচীন সভ্যতায় যেমন সাধারণ সংখ্যা গণনার জন্যই দক্ষ মানুষ তথা পণ্ডিত বা বিজ্ঞানীদের দরকার হত৤ সময়ের ধারণায় পরিবর্তন আনলে প্রথম দিকে তা জনমনে বেশ বড় ধাক্কা দেবে, কিন্তু পরে ব্যাপারটা রপ্ত হয়ে গেলে কিন্তু খুব সুবিধেই হবে৤

সপ্তাহের নতুন তিনটি দিন হতে পারে__ সাগর, চন্দ্র, পৃথিবী৤
--- রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাগর চন্দ্র পৃথিবী ---
সাপ্তাহিক ছুটি দুদিন, রবি এবং শুক্রবার৤


প্রতি চার দিন পরে পরে ছুটি পেলে লোকে আরাম পাবেন, কাজের একঘেয়েমি কেটে যাবে৤ নিজস্ব ব্যক্তিগত কাজ কর্ম করতেও সুবিধে হবে৤ তখন অফিস বা কর্মক্ষেত্র আর কাঁধের জোয়াল বলে মনে হবে না৤


●[সাগর চন্দ্র পৃথিবী না বলে এটা --
চন্দ্র, পৃথিবী, সাগর এভাবেও হতে পারে]
        -- ০০  --

No comments: